Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

প্রশাসনিক অবকাঠামো

দৌলতখান পৌরসভার আয়তন ২.৫০ বর্গ কিলোমিটার। এর উত্তরে চরপাতা ইউনিয়ন, পূর্বে ভবানীপুর ইউনিয়ন, দক্ষিণে সৈয়দপুর ইউনিয়ন এবং পশ্চিমে চরখলিফা ইউনিয়ন অবস্থিত। ৯ টি ওয়ার্ড নিয়ে এ পৌরসভাটি গঠিত। এ ৯টি ওয়ার্ডে ৯জন সাধারণ আসনের ওয়ার্ড কাউন্সিলর এবং ৩ জন সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর নির্বাচিত হন। মাননীয় মেয়র ও সম্মানিত কাউন্সিলরগণ জনগনের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন। এ পৌরসভার প্রশাসনিক কার্যক্রম দৌলতখান থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ১১৬নং নির্বাচনী এলাকা ভোলা-২ এর অংশ। ৯৯৮ সালে ‘‘গ’’ শ্রেণীর পৌরসভা হিসেবে দৌলতখান পৌরসভা প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ২০১১ সালের ১১ সেপ্টেম্বর এটি “খ” শ্রেণীতে উন্নীত হয়।


জনসংখ্যার উপাত্ত

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী দৌলতখান পৌরসভার মোট জনসংখ্যা ১৬,৭২৮ জন। এর মধ্যে পুরুষ ৮,৫৩৫ জন এবং মহিলা ৮,১৯৩ জন। মোট পরিবার ৩,২৩০টি।


শিক্ষা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী দৌলতখান পৌরসভার সাক্ষরতার হার ৪৮.১%।